এ সময়ের ইসলামী ব্যাংকিং শীর্ষক প্রচারণা এমটিবির

বিশ্বাস ও আস্থা বজায় রেখে ব্যাংকিং কার্যক্রমে গ্রাহককে যুক্ত করতে পরিচালিত হচ্ছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক (এমটিবি) লিমিটেডের ইসলামী ব্যাংকিং কার্যক্রম। এ ধারাবাহিকতায় ইসলামী ব্যাংকিংয়ের ‘এ সময়ের ইসলামী ব্যাংকিং’ শীর্ষক প্রচারণা চালাচ্ছে প্রতিষ্ঠানটি।
গতকাল রাজধানীর গুলশানে ব্যাংকটির প্রধান কার্যালয় এমটিবি সেন্টারে এক সংবাদ সম্মেলনে এসব বিষয় তুলে ধরে প্রতিষ্ঠানটি। এমটিবির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী সৈয়দ মাহবুবুর রহমান বলেন, ‘আমরা গ্রাহকের জন্য নিয়ে এসেছি অনলাইন-অফলাইন আধুনিক সব সুবিধাযুক্ত পূর্ণাঙ্গ ইসলামী ব্যাংকিং সেবা, যা গ্রাহকের বিশ্বাস ও আদর্শকে সমুন্নত রাখবে।’
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন এমটিবির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও গ্রুপ চিফ রিস্ক অফিসার চৌধুরী আখতার আসিফ, উপব্যবস্থাপনা পরিচালক ও হেড অব গ্রুপ আইসিসি গৌতম প্রসাদ দাস, উপব্যবস্থাপনা পরিচালক ও সিবিও মো. খালিদ মাহমুদ খান প্রমুখ।
বিটি/এমকে
Comment / Reply From
You May Also Like
নতুন সংবাদ
পড়ে দেখুন
Vote / Poll
ঈদযাত্রায় এবছর যানজট অনেকটা কম হবার কারণ কী বলে মনে করেন?