এলিভেটেড এক্সপ্রেসওয়েতে বিআরটিসির বাসসেবা চালু
বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি) ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ফার্মগেট-বিমানবন্দর রুটে বাসসেবার উদ্বোধন করেছে।
সোমবার (১৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে বাস চলাচলের উদ্বোধন করেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নুরী। এ সময় বিআরটিসির চেয়ারম্যানসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে গত ১৫ সেপ্টেম্বর বিআরটিসির চেয়ারম্যান তাজুল ইসলাম জানান, এর জন্যে যাত্রীদের অতিরিক্ত ভাড়া গুনতে হবে না। স্বাভাবিক চলাচলের ভাড়া প্রদান করেই তারা দ্রুত গন্তব্যে যাওয়ার সুযোগ পাবেন।
তিনি জানান, এলিভেটেড এক্সপ্রেসওয়েতে তিনটা ডিপো থেকে ৮টি বাস চলবে। তবে এগুলো একটি ডিপো থেকেই নিয়ন্ত্রণ করা হবে।
আপাতত এক্সপ্রেসওয়ের দুই প্রান্ত থেকে ওঠানামা করতে পারবেন যাত্রীরা। উত্তরার জসীমউদ্দীন, বিমানবন্দর রেলওয়ে স্টেশন ও কাওলা থেকে দক্ষিণমুখী যাত্রীদের বাসে তুলবে বিআরটিসি। এরপরে এক টানেই এক্সপ্রেসওয়ে দিয়ে নেমে যাবে ফার্মগেট।
সোমবার থেকে ঢাকা এক্সপ্রেসওয়েতে চলবে বিআরটিসির বাস: কোথা থেকে উঠবেন, নামবেন
খেজুরবাগান থেকে বিমানবন্দর পর্যন্ত ১৫ কিলোমিটারের ভাড়া ৩৫ টাকা। আর জসীমউদ্দীন পর্যন্ত ১৭ কিলোমিটারের ভাড়া নির্ধারণ করা হয়েছে ৪০ টাকা। কিলোমিটারপ্রতি ভাড়া দাঁড়াচ্ছে ২ টাকা ৪৫ পয়সা। ই-টিকিটিং ব্যবস্থা থাকায় বেশি ভাড়া নেওয়ার সুযোগও হবে না। উল্লেখ্য, এক্সপ্রেসওয়েতে বাসের টোল ১৬০ টাকা নির্ধারণ করা হয়েছে।
Comment / Reply From
You May Also Like
নতুন সংবাদ
পড়ে দেখুন
Vote / Poll
ঈদযাত্রায় এবছর যানজট অনেকটা কম হবার কারণ কী বলে মনে করেন?