এবারের বাজেটের মূল দর্শন— স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের পথে প্রথম বাজেট হলো ২০২৩-২০২৪ অর্থবছরের এই বাজেট।
বাজেট নিয়ে অর্থ মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সুখী, সমৃদ্ধ ও উন্নত স্মার্ট বাংলাদেশ বিনির্মাণই এবারের বাজেটের মূল দর্শন।
এতে আরও বলা হয়, আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার গত দেড় দশকে টেকসই উন্নয়নের ভিত গড়ে দিয়েছে। এরই ধারাবাহিকতায় স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা হবে, যার স্তম্ভ হবে চারটি। এগুলো হলো স্মার্ট সিটিজেন, স্মার্ট গভর্নমেন্ট, স্মার্ট সোসাইটি ও স্মার্ট ইকনোমি।
অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বিকেল তিনটায় জাতীয় সংসদে উপস্থাপন করবেন। শুক্রবার (২ জুন) বিকাল ৩টায় শেরেবাংলা নগর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাজেট-উত্তর সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, সরকারের পরিকল্পনা অনুযায়ী ২০৪১ সালের মধ্যে সুখী, সমৃদ্ধ, উন্নত, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যকে সামনে রেখে ২০২৩-২৪ অর্থবছরের জন্য ৭ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকার বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
জাতীয় সংসদে বৃহস্পতিবার বিকালে টানা পঞ্চমবারের মতো বাজেট পেশ করবেন তিনি। এটি হবে দেশের ইতিহাসে ৫২তম ও আওয়ামী লীগ সরকারের পাঁচ মেয়াদের ২৪তম বাজেট। ঈদুল আজহার ছুটির কারণে অন্যান্য বছরের চেয়ে আগে ২৬ জুন জাতীয় সংসদে বাজেট পাস হওয়ার কথা রয়েছে।
অর্থ মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, এ বাজেটে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে স্বাস্থ্য, কৃষি, খাদ্য উৎপাদন ও ব্যবস্থাপনায়। এছাড়া বাজেটে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচি ও সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতা বাড়ানো হয়েছে।
বিটি/এমকে
Tags
Comment / Reply From
You May Also Like
নতুন সংবাদ
পড়ে দেখুন
Vote / Poll
ঈদযাত্রায় এবছর যানজট অনেকটা কম হবার কারণ কী বলে মনে করেন?