Dark Mode
Friday, 01 December 2023
Logo

এফআইসিসিআইয়ের বিনিয়োগ মেলা শুরু আজ

এফআইসিসিআইয়ের বিনিয়োগ মেলা শুরু আজ

ফরেন ইনভেস্টরস চেম্বারস অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফআইসিসিআই) ৬০তম বর্ষপূর্তি ও বিনিয়োগ মেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে আজ। রাজধানীর হোটেল র‍্যাডিসন ব্লুতে এ মেলার আয়োজন করা হয়েছে। 

 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে দুই দিনব্যাপী এ মেলার উদ্বোধন করবেন। এছাড়া তিনি ‘ক্যাটালাইজিং গ্রেটার এফডিআই ফর ভিশন ২০৪১: প্রায়োরিটিজ ফর বিল্ডিং এ কনডিউসিভ ট্যাক্স সিস্টেম ইন বাংলাদেশ’ শীর্ষক একটি গবেষণা বই ও ‘ইএসজি স্ট্র্যাটেজিস অ্যান্ড ইমপ্যাক্ট ফ্রম দ্য মেম্বারস অব এফআইসিসিআই’ শীর্ষক প্রকাশনার উদ্বোধন করবেন।

 

এফআইসিসিআইয়ের প্রেসিডেন্ট নাসের এজাজ বিজয় বলেন, ‘আমরা এফআইসিসিআইয়ের গৌরবময় যাত্রার ৬০ বছর পূর্তি উদযাপন করতে যাচ্ছি। অনুষ্ঠানটি বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির প্রতিফলন সবার সামনে তুলে ধরবে। ১৯-২০ নভেম্বর ‘ফরএভার ফিউচারস ফরওয়ার্ড’ প্রতিপাদ্য নিয়ে আয়োজিত অনুষ্ঠানটিতে আমাদের স্টেকহোল্ডার, নীতিনির্ধারক এবং সর্বসাধারণকে অংশগ্রহণের আমন্ত্রণ জানাচ্ছি।’

 

Comment / Reply From

Stay Connected

Vote / Poll

ঈদযাত্রায় এবছর যানজট অনেকটা কম হবার কারণ কী বলে মনে করেন?

View Results
আইনশৃঙ্খলা বাহিনীর যথাযথ পদক্ষেপ
0%
যথাসময়ে সড়কের উন্নয়ন কাজ শেষ
100%
যানজট এখনও রয়েই গেছে
0%
21313