এপেক্স বাংলাদেশ ফাউন্ডেশন : চেয়ারম্যান দিলীপ, শাতিল ভাইস চেয়ারম্যান

এপেক্স বাংলাদেশ ফাউন্ডেশনের (এবিএফ) ২০২৩-২৪ বর্ষের পরিচালনা বোর্ডের জন্য এপেক্সিয়ান আবদুর রউফ দিলীপ চেয়ারম্যান ও এপেক্স ক্লাবস অব বাংলাদেশের সাবেক জাতীয় সভাপতি ও লাইফ গভর্নর এপেক্সিয়ান আনিসুজ্জামান শাতিল ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
শুক্রবার রাজধানীর পুরানা পল্টনে এনএসসি টাওয়ারের শহীদ শেখ কামাল অডিটরিয়ামে সংগঠনের ৪১তম বার্ষিক সাধারণ সভায় তাদের নির্বাচিত করা হয়।
এর আগে এবিএফ’র ২০২১-২২ বছরের চেয়ারম্যান ক্রিকেট জগতের কিংবদন্তি মুক্তিযোদ্ধা এএসএম রকিবুল হাসানের সভাপতিত্বে সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়। সাধারণ সভার প্রধান অতিথি ছিলেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা রাশেদা কে চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন ঢাকা কমিউনিটি হাসপাতালের চেয়ারম্যান ডা. কাজী কামরুজ্জামান।
এবিএফ’র ২০ সদস্যর ম্যানেজমেন্ট বোর্ডের অন্যরা হলেন সদ্য অতীত চেয়ারম্যান ক্রিকেটার সাবেক জাতীয় অধিনায়ক এ এস এম রকিবুল হাসান, সাধারণ সম্পাদক এপেক্সিয়ান মো. আসলাম হোসেন, পরিচালক হুমায়ুন কবির, সামশুন নাহার আজীজ লীনা, এডি ববি, রাশেদুজ্জামান খান চপল।
এ ছাড়া পরিচালনা বোর্ডের সদস্যরা হলেন, হান্নান খান হেলিম, অ্যাডভোকেট হারুন উর রশিদ, এম ফেরদৌস চৌধুরী, এ টি এম নাজমুল ইসলাম, সাবেক রাষ্ট্রদূত মসয়ূদ মান্নান, মো. আব্দুল বারিক, ডা. মশিউদ্দিন আহমেদ, অ্যাডভোকেট কাজী মনিরুল হাসান, ইকবাল রেজা মাসুম, মো. মহিউদ্দিন বাবু, মোস্তাক আহমেদ ভূইয়া ও অ্যাডভোকেট মাহফুজুর রহমান মফিজ।
বিটি/ আরকে
Comment / Reply From
You May Also Like
নতুন সংবাদ
পড়ে দেখুন
Vote / Poll
ঈদযাত্রায় এবছর যানজট অনেকটা কম হবার কারণ কী বলে মনে করেন?