Dark Mode
Monday, 05 June 2023
Logo

ইবিএললের আয়োজনে নারী উদ্যোক্তাদের জন্য 'জয়ী' গ্রাজুয়েশন

ইবিএললের আয়োজনে নারী উদ্যোক্তাদের জন্য 'জয়ী' গ্রাজুয়েশন

রাজধানীতে অবস্থিত বেসরকারি খাতের ইস্টার্ণ ব্যাংকের (ইবিএল) নিজস্ব প্রধান কার্যালয়ে ১১ মার্চ আয়োজিত এক অনুষ্ঠানে নারী উদ্যোক্তা উন্নয়ন প্রোগ্রামের অধীনে ছয় মাসব্যাপী জয়ী গ্রাজুয়েশন কোর্সের প্রথম ব্যাচের সফল অংশগ্রহণকারীদের মাঝে সনদ বিতরণ করা হয়।

 

 

ইবিএল এবং প্রেরণা ফাউন্ডেশন যৌথভাবে এই কোর্সের আয়োজন করে। অংশগ্রহণকারীদের মধ্যে গ্রাজুয়েশন সনদ প্রদান করেন ইবিএল ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আলী রেজা ইফতেখার এবং প্রেরণা ফাউন্ডেশনের প্রধান নির্বাহী মো. আজিজুর রহমান।

 

 

নারী উদ্যোক্তাদের মাধ্যে উদ্যোগ সক্ষমতা তৈরি এবং তাদের ক্রেডিট ওয়ার্দীনেস বৃদ্ধির লক্ষ্য নিয়ে গত বছর জয়ী'র যাত্রা শুরু হয়। সুনির্দিষ্ট পরিকল্পনার মাধ্যমে একজন উদ্যোক্তার জন্য প্রয়োজনীয় দক্ষতা উন্নয়ন এবং সফল, বর্ধনশীল এবং টেকসই ব্যবসা প্রতিষ্ঠা প্রক্রিয়ায় প্রয়োজনীয় সহযোগিতা প্রদান এই প্রোগ্রামের মূল লক্ষ্য।

 

 

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইবিএল ডিএমডি এবং রিটেইল ও এসএমই ব্যাংকিং প্রধান এম. খোরশেদ আনোয়ার, হেড অফ বিজনেস সৈয়দ জুলকার নায়েন, হেড অফ লায়াবিলিটি অ্যান্ড ওয়েলথ ম্যানেজমেন্ট শারমিন আতিক, হেড অফ প্রায়োরিটি অ্যান্ড উইমেন ব্যাংকিং তানজেরী হক; প্রেরণা ফাউন্ডেশনের সিওও আহমেদ রায়হান আহসানউলস্নাহ; এমজিএম কন্সালটেন্সি লি.-এর স্ট্রাটেজিক কনসালটেন্ট মেলিতা মেহজাবীনসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। 

 

বিটি/এমকে 

Comment / Reply From

Stay Connected

Vote / Poll

ঈদযাত্রায় এবছর যানজট অনেকটা কম হবার কারণ কী বলে মনে করেন?

View Results
আইনশৃঙ্খলা বাহিনীর যথাযথ পদক্ষেপ
0%
যথাসময়ে সড়কের উন্নয়ন কাজ শেষ
100%
যানজট এখনও রয়েই গেছে
0%
21313