আবারও বাড়ল স্মারক স্বর্ণমুদ্রার দাম

স্মারক স্বর্ণমুদ্রার দাম বাড়িয়েছে কেন্দ্রীয় ব্যাংক। প্রতিটি সোনার মুদ্রার দাম ৪ হাজার টাকা করে বাড়িয়ে ৮৭ হাজার টাকা করা হয়েছে।
আন্তর্জাতিক ও স্থানীয় বাজারে সোনা-রুপার দাম বাড়ার কারণে স্মারক মুদ্রার দাম বাড়ানো হয়েছে।
মঙ্গলবার (২১ মার্চ) এসব তথ্য জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। নতুন দাম আজ থেকে কার্যকর হবে।
কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, পুনঃনির্ধারণ করা মূল্য অনুযায়ী, বাংলাদেশ ব্যাংকের মুদ্রিত ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০০০’, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্মশতবর্ষ ১৯২০-২০২০’ এবং ‘স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ১৯৭১-২০২১’ শীর্ষক স্মারক স্বর্ণমুদ্রার মূল্য পুনঃনির্ধারণ করা হয়েছে।
প্রতিটি স্মারক মুদ্রা ২২ ক্যারেট মানের স্বর্ণে তৈরি ও প্রতিটির ওজন ১০ গ্রাম। স্মারক স্বর্ণমুদ্রাগুলোর (বাক্সসহ) প্রতিটির দাম ৮৭ হাজার টাকা পুনঃনির্ধারণ করা হয়েছে। এতদিন এই স্মারক স্বর্ণমুদ্রা ৮৩ হাজার টাকায় বিক্রি হতো।
বিটি/এমকে
Tags
Comment / Reply From
You May Also Like
নতুন সংবাদ
পড়ে দেখুন
Vote / Poll
ঈদযাত্রায় এবছর যানজট অনেকটা কম হবার কারণ কী বলে মনে করেন?