আইসিসি বাংলাদেশের ব্যাংকিং কমিশনের সভা অনুষ্ঠিত
ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স (আইসিসি) বাংলাদেশের ব্যাংকিং কমিশনের একটি সভা সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন কমিশনের চেয়ারম্যান মোহাম্মাদ এ (রুমি) আলী। কমিশনের সদস্যরা সভায় আইসিসি বাংলাদেশের বিভিন্ন কার্যক্রম নিয়ে আলোচনা করেন। এতে উপস্থিত ছিলেন আইসিসি বাংলাদেশের প্রেসিডেন্ট মাহবুবুর রহমান এবং ব্যাংকিং কমিশনের সদস্যদের মধ্যে ইবিএলের এএমডি আহমেদ শাহীন, ট্রাস্ট ব্যাংকের এমডি হুমায়রা আজম, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এমডি সৈয়দ মাহবুবুর রহমান, বিআইবিএমের অধ্যাপক এবং বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক মো. আহসান উল্লাহ, আইসিসি বাংলাদেশের সেক্রেটারি জেনারেল আতাউর রহমান, সামিট অ্যালায়েন্স পোর্টের এমডি সৈয়দ আলী জওহর রিজভী, পূবালী ব্যাংকের সাবেক এমডি হেলাল আহমেদ চৌধুরী, স্ট্যান্ডার্ড চার্টার্ডের এমডি ও হেড অব ক্লায়েন্ট কভারেজ (বাংলাদেশে), করপোরেট, কমার্শিয়াল অ্যান্ড ইনস্টিটিউশনাল ব্যাংকিং মোহাম্মদ এনামুল হক এবং বিআইবিএমের ফ্যাকাল্টি মেম্বার খন্দকার মোরশেদ মিল্লাত।
Comment / Reply From
You May Also Like
নতুন সংবাদ
পড়ে দেখুন
Vote / Poll
ঈদযাত্রায় এবছর যানজট অনেকটা কম হবার কারণ কী বলে মনে করেন?