আইসিএমএবি বেস্ট করপোরেট অ্যাওয়ার্ড পেলো ইসলামী ব্যাংক

দ্য ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি) বেস্ট করপোরেট অ্যাওয়ার্ড পেয়েছে ইসলামী ব্যাংক। প্রাইভেট কর্মাশিয়াল ব্যাংক (ইসলামিক অপারেশন) ক্যাটাগরিতে এ পুরস্কার পায় প্রতিষ্ঠানটি।
মঙ্গলবার (৭ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলার হাতে এ পুরস্কার তুলে দেন।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আরও ছিলেন– বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম, ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলের চেয়ারম্যান ড. মো. হামিদ উল্লাহ ভূঁঞা, আইসিএমএবির প্রেসিডেন্ট মো. আব্দুর রহমান খান প্রমুখ।
Comment / Reply From
You May Also Like
নতুন সংবাদ
পড়ে দেখুন
Vote / Poll
ঈদযাত্রায় এবছর যানজট অনেকটা কম হবার কারণ কী বলে মনে করেন?