আইসিইতে কফির দর ১৫ বছরের মধ্যে সর্বোচ্চ

আন্তর্জাতিক বাজারে দ্রুতগতিতে বাড়ছে কফির দর। বুধবার (২৪ মে) ইন্টারকন্টিনেন্টাল এক্সচেঞ্জে (আইসিই) দাম আরেক ধাপ বেড়েছে।
এতে পানীয় পণ্যটির মূল্য ১৫ বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।
বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে শেয়ারবাজারভিত্তিক প্রভাবশালী যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম নাসডাকের এক প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে।
এতে বলা হয়, বিশ্বের দ্বিতীয় শীর্ষ কফি উৎপাদক ব্রাজিল। দেশটিতে পণ্যটির উৎপাদনে সেভাবে অগ্রগতি দেখা যাচ্ছে না। ফলে বিশ্ববাজারে সরবরাহ সংকট থেকেই যেতে পারে।
আইসিইতে আগামী জুলাইয়ের রোবস্তা কফির সরবরাহ মূল্য বৃদ্ধি পেয়েছে ১৬ ডলার বা শূন্য দশমিক ৬ শতাংশ। প্রতি টনের দাম স্থির হয়েছে ২৫৭৩ ডলারে। বিগত ১৫ বছরের মধ্যে যা সবচেয়ে বেশি।
বিক্রেতারা বলছেন, আগামী মৌসুমে বাজারে রোবস্তার ব্যাপক সরবরাহ সংকট দেখা যাবে। কারণ, বিশ্বের শীর্ষ উৎপাদক ভিয়েতনামে কফি উৎপাদন কমেছে। দেশটিতে পণ্যটি উৎপাদন অঞ্চলে বেশি দুরাইন ফল চাষ করছেন কৃষকরা।
অ্যারাবিকার দামও চড়া রয়েছে। আগামী জুলাইয়ের কফিটির সরবরাহ মূল্য ঊর্ধ্বমুখী হয়েছে শূন্য দশমিক ৫৫ সেন্ট বা শূন্য দশমিক ৩ শতাংশ। প্রতি পাউন্ডের দর নিষ্পত্তি হয়েছে ১ ডলার ৮৮ সেন্টে।
বিটি/এমকে
Comment / Reply From
You May Also Like
নতুন সংবাদ
পড়ে দেখুন
Vote / Poll
ঈদযাত্রায় এবছর যানজট অনেকটা কম হবার কারণ কী বলে মনে করেন?