অ্যান্ড্রয়েডে যুক্ত হলো ব্রেভের লিও এআই অ্যাসিস্ট্যান্ট
অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য প্রাইভেসিকেন্দ্রিক এআই অ্যান্ড্রয়েড অ্যাসিস্ট্যান্ট লিও নিয়ে এসেছে ব্রেভ ব্রাউজার। ব্রেভ ক্রোমিয়াম ওয়েবভিত্তিক একটি ফ্রি ও ওপেন সোর্স ওয়েব ব্রাউজার। ব্রাউজারটি বিজ্ঞাপন ও ওয়েবসাইট ট্র্যাকার ব্লক করে থাকে। এর নতুন অ্যাসিস্ট্যান্ট লিও অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের ডাটা সুরক্ষিত করতে এআই সহায়তা প্রদান করবে। খবর গিজচায়না।
এআই অ্যান্ড্রয়েড অ্যাসিস্ট্যান্ট লিও বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে পারবে। এর পাশাপাশি ওয়েব পেজ অনুবাদ, টেক্সট ও ভিডিও সংক্ষিপ্তকরণ, প্রোগ্রামের কোড লেখা, অডিও ট্রান্সক্রিপশনসহ কনটেন্ট তৈরিতেও সহায়তা করবে বলে জানা গেছে। এ ফিচারগুলোর লক্ষ্য ব্যবহারকারীর সময় সাশ্রয় করা ও উৎপাদনশীলতা বাড়ানো।
ব্রেভ অ্যান্ড্রয়েড অ্যাসিস্ট্যান্ট লিও-তে মিক্সট্রালের ৮x৭ বি এআই মডেল ব্যবহার করা হয়েছে। যাতে ইংরেজি, ফরাসি, জার্মান এবং স্প্যানিশ ভাষা সমর্থন করে। ব্যবহারকারীরা চাইলে ক্লড ইনস্ট্যান্ট বা এলএলএমএ মডেলগুলোয়ও সুইচ করতে পারবেন। তবে ব্রেভ অ্যান্ড্রয়েড অ্যাসিস্ট্যান্ট লিওর স্পেশাল ফিচার হচ্ছে প্রাইভেসি। এতে লগ-ইন ছাড়াই মৌলিক এআই ফিচারগুলো ব্যবহারের সুবিধা রয়েছে। যাতে ব্যক্তিগত তথ্য ফাঁস হওয়ার ঝুঁকি নেই।
এছাড়া লিও এআই মডেল প্রশিক্ষণে ব্যবহারকারীদের কথোপকথনের তথ্য ব্যবহার করে না। তাই কথোপকথনের তথ্য গোপন থাকে। অ্যান্ড্রয়েড অ্যাসিস্ট্যান্ট লিও ক্লড মডেলের সঙ্গে হওয়া চ্যাটগুলো ৩০ দিন পর মুছে ফেলে।
Comment / Reply From
You May Also Like
নতুন সংবাদ
পড়ে দেখুন
Vote / Poll
ঈদযাত্রায় এবছর যানজট অনেকটা কম হবার কারণ কী বলে মনে করেন?