অনুষ্ঠিত হলো দিনব্যাপী রকমারি মেলা ২০২২

কুকিং এসোসিয়েশনের আয়োজনে ধানমন্ডির ডব্লিউভিএ অডিটোরিয়ামে ৬ নভেম্বর অনুষ্ঠিত হলো দিনব্যাপী রকমারি মেলা ২০২২ ।
মেলায় ২০টি স্টলে ৩০ জন উদ্যোক্তা হোম মেড খাবার নিয়ে অংশ নেন। এছাড়াও মেলায় ছিল হ্যান্ডপেইন্টের পোশাক, ব্রাইডাল গহনাসহ সাজ সরঞ্জাম, পঞ্চগড়ের চা এবং দেশি-বিদেশি পোশাক।
মেলার উদ্বোধন করেন কুকিং এসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট মনিরা সুলতানা । এ সময় উপস্থিত ছিলেন ভাইস প্রেসিডেন্ট রিমা জুলফিকার এবং ট্রেজারার তানিয়া শারমিনসহ কুকিং এসোসিয়েশনের অন্য সদস্য এবং উদ্যোক্তারা।
আয়োজক মনিরা সুলতানা বলেন, কুকিং এসোসিয়েশন সবসময় ভিন্ন ধরনের আয়োজন করে থাকে। যার ফলে নারীদের মেধার বিকাশ ঘটানো সম্ভব। প্রথমবারের মতো মেলার আয়োজন করেছি যেনো নারীরা তাদের কাজগুলো সবার সামনে তুলে ধরতে পারে। একে অপরের সাথে পরিচিতি বাড়াতে পারেন।
রকমারি মেলার টাইটেল স্পন্সর ছিল সালিমা এবং বায়োমেড মলিকিউলার ডায়াগনস্টিক সেন্টার। মিডিয়া পার্টনার ছিল নেক্সাস টেলিভিশন।
পিছিয়ে থাকা নারী শক্তিকে কাজে লাগিয়ে দেশের অর্থনীতিকে শক্তিশালী করতে কাজ করছে কুকিং এসোসিয়েশন। নারী উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়নে ফ্রি প্রশিক্ষণ, ওয়ার্কশপ, কুকিং কম্পিটিশনসহ মেলার আয়োজন করে থাকে সংগঠনটি।
বিটি/এমকে
Tags
Comment / Reply From
You May Also Like
নতুন সংবাদ
পড়ে দেখুন
Vote / Poll
ঈদযাত্রায় এবছর যানজট অনেকটা কম হবার কারণ কী বলে মনে করেন?