অনলাইন নিরাপত্তা নিশ্চিতে ইমোর নতুন ফিচার

ইনস্ট্যান্ট অডিও-ভিডিও কল ও মেসেজিং অ্যাপ ইমো ‘ইওর প্রাইভেসি, ইওর কন্ট্রোল’ শীর্ষক একটি ক্যাম্পেইন নিয়ে এসেছে।
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখতে এবং সাইবার নিরাপত্তা নিশ্চিত করতে এ ক্যাম্পেইনের মাধ্যমে চালু করা হয়েছে প্রাইভেসি সংক্রান্ত বেশ কিছু নতুন ফিচার।
ক্যাম্পেইনের অংশ হিসেবে কীভাবে এই ফিচারগুলো ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে সুরক্ষিত থাকা যাবে এবং একটি নিরাপদ অনলাইন স্পেস তৈরি করা যাবে সে বিষয়ে নিজেদের অভিজ্ঞতা শেয়ার করেছেন অনেক সেলিব্রেটি।
বিভিন্ন তথ্য-উপাত্ত থেকে দেখা যায়, বাংলাদেশে হ্যাকিং, ব্ল্যাকমেইলিং ও সাইবার বুলিংয়ের মতো অপরাধগুলো অনলাইনে নিয়মিত সংগঠিত হচ্ছে। নারীদের ক্ষেত্রে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে অনলাইন হয়রানি বাড়ছে। প্রাইভেসির ক্ষেত্রেও অনলাইন যোগাযোগ মাধ্যমে নানা রকম সমস্যার মুখোমুখি হচ্ছেন ব্যবহারকারীরা। এখন পর্যন্ত এসব সমস্যার কার্যকর সমাধান করা যায়নি।
এ ক্যাম্পেইনের মাধ্যমে টাইম মেশিন, ব্লক স্ক্রিনশট ফর কলস ও ফ্রেন্ড রিকোয়েস্ট– এই তিনটি নিরাপত্তা সংশ্লিষ্ট ফিচার নিয়ে এসেছে ইমো। উদ্ভাবনী এই ফিচারগুলোর মাধ্যমে ব্যবহারকারীরা নিরাপত্তা বা প্রাইভেসি সংক্রান্ত সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপ নিতে পারবেন।
বিটি/এমকে
Comment / Reply From
You May Also Like
নতুন সংবাদ
পড়ে দেখুন
Vote / Poll
ঈদযাত্রায় এবছর যানজট অনেকটা কম হবার কারণ কী বলে মনে করেন?